প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সব সময় মাদককে ‘না’ বলেন। সেই বার্তা ছড়িয়ে দিতে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান সান ও সহকারী অধ্যাপক ইয়াসিন আল রাজি। মেফতাহুল হাসান সান বলেন, ‘মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের সন্তানদের পাশে পরিবার-পরিজনের পাশাপাশি বন্ধুসভার মতো সমাজ সংস্কারমূলক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করতে পারলেই আমরা এই যুদ্ধে সফল হতে পারব।’
টুর্নামেন্টে ১০টি দলে বিভক্ত হয়ে মোট ২০ জন প্রতিযোগী অংশ নেন। পুরুষ বিভাগে দ্বৈত প্রতিযোগিতা এবং নারী বিভাগে একক প্রতিযোগিতা হয়। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম অদম্য। দলটির সদস্যরা হলেন তাসনিমুল হাসান ও মেহেদী হাসান। রানার্সআপ হয়েছে টিম অনির্বাণ। দলটির সদস্যরা হলেন আবদুল্লাহ আল রাকিব ও নুর ইলাহী ইমরান।
নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নাসরুম ফাতেহা এবং রানারআপ হন সমাজবিজ্ঞান বিভাগের সোহেলী শামীম।
টুর্নামেন্ট পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি আবদুল্লাহ আল রাকিব এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাগর দেবনাথ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসানসহ অন্য বন্ধুরা।
সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা