সারা দেশের বন্ধুসভাগুলোর সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়

সারা দেশের বন্ধুসভাগুলোর সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভার অধিকাংশ বন্ধু তরুণ শিক্ষার্থী। কিন্তু দেশব্যাপী চলমান পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় বন্ধুসভার বন্ধুরা কী করছেন, কীভাবে তাঁদের কার্যক্রম চলছে ইত্যাদি বিষয় নিয়ে সারা দেশের বন্ধুসভাগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ৩১ জুলাই রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপে এই সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি জাফর সাদিক। শুরুতেই তিনি বন্ধুদের সার্বিক খোঁজখবর নেন। এরপর বন্ধুসভার আগামী কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করেন। জাফর সাদিক বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটি প্রথম আলোর পাঠক সংগঠন। যারা তরুণদের নিয়ে কাজ করে। বন্ধুসভার বন্ধুরা দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন; সর্বোপরি সমাজ ও দেশের উন্নয়নে কাজ করেন।’ আলোচনায় আরও উঠে আসে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম শিখোর একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে কাজ করা, দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা প্রসঙ্গ।

সারা দেশের বন্ধুসভাগুলোর সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়

প্রতিটি বন্ধুসভা থেকে দুজন করে প্রতিনিধি এই সভায় অংশ নেন। নিজ নিজ বন্ধুসভার সার্বিক পরিস্থিতি, বন্ধুদের মানসিক অবস্থা, বৃক্ষরোপণ কর্মসূচি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, পটিয়া, ঠাকুরগাঁও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, যশোর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঝালকাঠি, কুষ্টিয়া, গাজীপুর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের অন্য বন্ধুসভার প্রতিনিধিরা।

এরই মধ্যে বেশ কয়েকটি বন্ধুসভা বৃক্ষরোপণ করেছে। অন্যান্য বন্ধুসভাও শিগগিরই করবে। জানিয়েছে তাদের পরিকল্পনা। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে কথা বলেন জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ। এদিকে বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক। তারা বন্ধুসভাকে গাছ দিয়ে সহায়তা করবে। মৌসুমী মৌর আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গও। সেই গাছগুলো কীভাবে বিভিন্ন বন্ধুসভায় বণ্টন করা হবে, কীভাবে কোথায় রোপণ করা হবে, পরিচর্যাসহ সব বিষয় নিয়ে কথা বলেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি সোলায়মান কবীর, রুবাইয়াত সাইমুম চৌধুরী, কার্যকরী সদস্য আসিফ খান, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসানসহ অন্যরা।