রাঙ্গুনিয়া বন্ধুসভার ইফতার

ইছামতী নদীর তীরে রাঙ্গুনিয়া বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

ইফতার ও আলোচনা সভা করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভা। ১৯ মার্চ ইছামতী নদীর তীরে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশের সঞ্চালনায় রমজানের গুরুত্ব ও শিক্ষা নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কলেজশিক্ষক আবদুর রহিম। তিনি বলেন, ‘রোজা মানুষের মধ্যে সৃষ্টিকর্তার ভয়, তাকওয়া ও মানবিক মানুষ হওয়ার শিক্ষা দেয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি এম. মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক কে এম কুতুবুল আহসান, সহসাংগঠনিক সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক মো. ইদ্রিস, সহসাংগঠনিক সম্পাদক মুবিন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরশেদুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল হোসেন, বইমেলা সম্পাদক জান্নাতুল তামান্না, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সানজিদা আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অভিজিৎ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য জাহেদুর রহমান, সুমঙ্গল তালুকদার, ইমরান আহমেদ, আকবর শাহ, মিজান রহমানসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা