সিরাজগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে ‘মায়ের কাছে ফেরা’
আনিসুল হকের লেখা ‘মায়ের কাছে ফেরা’ একটি আবেগপ্রবণ ও মানবিক গল্পভিত্তিক গ্রন্থ। বইটি মূলত একজন মায়ের সন্তানকে ফিরে পাওয়ার গভীর আকাঙ্ক্ষা ও সন্তানের প্রতি মমত্ববোধের হৃদয়স্পর্শী চিত্র তুলে ধরে। লেখক এই গল্পে এক নিখোঁজ ছেলের জীবনের করুণ বাস্তবতা, সমাজের নির্মমতা ও একজন মায়ের অগাধ ভালোবাসা ও অপেক্ষার গল্প বলেছেন।
১৮ জুলাই বিকেলে ‘মায়ের কাছে ফেরা’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। সিরাজগঞ্জ শহরের ৩ নম্বর ক্রসবারে নদীর ধারে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রের আসর সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমান।
‘মায়ের কাছে ফেরা’ গল্পটি যুদ্ধ–পরবর্তী সময়ের এক বাস্তব পটভূমিতে রচিত, যেখানে একজন মা তাঁর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার আশায় বছরের পর বছর অপেক্ষা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর সেই সন্তান ফিরে আসে, কিন্তু সে তখন আর আগের মতো নয়।
এই ফিরে আসা শুধুই শারীরিক; মানসিকভাবে সে একেবারে ভিন্ন মানুষে পরিণত হয়েছে। যুদ্ধ, নির্যাতন, শারীরিক কষ্ট ও সমাজের নিষ্ঠুরতা তাকে একরকম নিঃস্ব করে দিয়েছে। তবু মায়ের হৃদয়ে জায়গা থাকে, থাকে ক্ষমা, থাকে ভালোবাসা। শেষ পর্যন্ত সেই মায়ের আঁচলেই সন্তানের আশ্রয়।
বইটি নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক নয়ন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, প্রচার সম্পাদক মুনতাহা মুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রুহুল খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আমিনা খাতুনসহ অন্য বন্ধুরা।