কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘বৃষ্টি ও মেঘমালা’ নিয়ে পাঠের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৬ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের প্রমিত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
বন্ধু আল মাহমুদের সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন অন্য বন্ধুরা। মূল আলোচক হিসেবে ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ এমন একজন লেখক, যিনি তাঁর প্রতিটি লেখা এমনভাবে শেষ করেন, যা আমাদের মনকে আলোড়িত করে। তাঁর লেখায় আবেগ থাকে, থাকে ভালোবাসা। যারা তাঁর লেখা পড়ে, তাঁরা বুঝতে পারবে এর মর্ম।’
পাঠচক্রে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি মো. আসাদুজ্জামান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু নাজিফা আনজুম, ফাতেমা খাতুন, ফাবিহা ফারজানা, নাফিউল ইসলাম, সাকিব হাসান, জোবায়ের আহমেদ, সৈয়দ নুরুল আমিরুলসহ অন্যরা।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা