রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজশাহী শহর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বন্ধুরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেনছবি: বন্ধুসভা

শীতার্ত মানুষের মধ্যে দাঁড়িয়ে উষ্ণতার বার্তা পৌঁছে দিতে সহমর্মিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২১ ও ২২ জানুয়ারি রাতে রাজশাহী রেলস্টেশন, নিউমার্কেট, সাহেব বাজার, তালাইমারী ও স্টেশন বাজার (রাবি) এলাকার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বন্ধুরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ বিষয়ে সভাপতি সুইটি রাণী বলেন, ‘ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল—গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। অর্থাৎ আমাদের এই ছোট ছোট প্রচেষ্টা শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে।’

রাজশাহী শহর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বন্ধুরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

বন্ধুরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, দপ্তর সম্পাদক নাসিফ খান চৌধুরী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রায়হান–আর–রাফি, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, কার্যনির্বাহী সদস্য জয়নাল হোসেন, বন্ধু সাফি, সোহান, সাজ্জাদসহ অন্যরা।

সভাপতি, রাবি বন্ধুসভা