ঝালকাঠিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ঝালকাঠি জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানছবি: বন্ধুসভা

প্রথম আলোর সফলতার পেছনে আছে জবাবদিহি ও অবাধ তথ্যবহুল সংবাদ প্রচার। প্রথম আলোর কাছে প্রত্যাশা, প্রতিষ্ঠানটি যেন ক্ষমতার কাছে নয়, সত্যের কাছে মাথা নত করে। কারণ, প্রথম আলো দুঃশাসনের বিরুদ্ধে দিনের পর দিন লিখেছে।

ঝালকাঠিতে প্রথম আলোর ২৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ৬ নভেম্বর সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভা।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষাবিদ শামসুল হক বলেন, ‘প্রথম আলো থেকে মানুষ সঠিক তথ্য পায় বলেই এর প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে। তাই কোনো সরকারের কাছেই প্রিয়ভাজন হতে পারেনি। দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরশাসকের বিরুদ্ধে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে দিনের পর দিন লিখেছে প্রথম আলো।’

ঝালকাঠি কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই বলেন, ‘প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, এটি দেশের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান।’

ঝালকাঠি বন্ধুসভার সহসভাপতি সাব্বির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস শিকদার, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সনাকের এরিয়া কো–অর্ডিনেটর মিজানুর রমজান, কবি ও গবেষক কামরুন্নেছা আজাদ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, শিল্পী ও সমাজসেবক নাসিমা কামাল ও ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে জেলার ১০ জন শিক্ষককে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারিয়া পাপন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক মো. রাফি, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মুনিয়া আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহমিনা আইরিন, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ইয়াসমিন, আরাফাত হোসেন, বন্ধু শাকিল হাওলাদার, উজ্জ্বল রহমান, গোলাম রাব্বি, শাহরিয়া ইসলাম, সোহান খান, জহিরুল ইসলাম, কনা মিরাজ, তাহেরা তাবাচ্ছুম, রুবি আক্তার, ইসরাত জাহান, নুসরাত জাহান, দোলন আক্তার, সৈয়দ হান্নান, সাইদুর রহমান, মো. রাকিব ও শাহিন আলমসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা