বৃষ্টিস্নাত বিকেলে আনন্দময় সময়

প্রথম আলোর খুলনা অফিসে বন্ধুরা মেতে ওঠেন দাবা, লুডু, ক্যারমসহ বিভিন্ন খেলায়ছবি: বন্ধুসভা

প্রায় প্রতি সপ্তাহে বন্ধুদের নিয়ে কোনো না কোনো আয়োজন করে থাকে খুলনা বন্ধুসভা। সেই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলোর খুলনা অফিসে বন্ধুরা মেতে ওঠেন বিভিন্ন খেলায়। আয়োজন করা হয় ইনডোর গেমস।

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, তবে তা বন্ধুদের ঘরবন্দী করে রাখতে পারেনি। রোমান্টিক এই আবহাওয়ার মধ্যে নির্দিষ্ট সময়ে সবাই হাজির। বিকেল চারটায় শুরু হয় মূল আয়োজন। ছিল দাবা, লুডু, ক্যারম, অনর্গল গল্প বলাসহ মজার সব খেলা।

ক্যারম খেলা
ছবি: বন্ধুসভা

আগে থেকেই বন্ধুরা কে কোন খেলায় অংশ নেবেন, তা নিবন্ধন করে রাখেন। লুডু খেলায় ১৬, দাবায় ৮, ক্যারমে ১২ ও অনর্গল কথা বলায় ১৪ জন বন্ধু অংশ নেন।

লুডু খেলায় যৌথভাবে বিজয়ী হন বন্ধু সৈকত ও নিশাত, শ্রেয়ান ও মাসুম বিল্লাহ, প্রথমা ও আশরাফুল। ক্যারম খেলায় বিজয়ী হন বন্ধু ইমন ও সৈকত। অনর্গল গল্প বলায় বিজয়ী হয়েছে বন্ধু ফারহান, প্রথমা ও সোমা।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা