সমরেশ মজুমদারের জনপ্রিয় উপন্যাস ‘সাতকাহন’ নিয়ে পাঠচক্র করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। ২৬ অক্টোবর বিকেলে এটি অনুষ্ঠিত হয়।
বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু আলিফ আকতার। ‘সাতকাহন’ উপন্যাসে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ, বাবা হারানোর যন্ত্রণা ও অন্যায়ের সঙ্গে আপস না করার এক সাহসিকতার দৃষ্টান্ত প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
উপন্যাসের প্রধান চরিত্র দিপাবলী। মাত্র ১২ বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। বিয়ের তিন দিনের মাথায় স্বামী মারা যায়। বিধবা হওয়ার পর হিন্দুদের চিরাচরিত নিয়মকানুন সে কিছুদিন মানলেও পরে এই প্রথা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। জীবনের এই বৈরী ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি দিয়ে প্রতিকূল পরিবেশে পড়াশোনা চালিয়ে গেছে। নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সমাজসেবার ব্রত নিয়ে কর্মজীবনে প্রবেশ করে। তার এই ব্রত পালনে বাধা হয়ে দাঁড়ায় সমাজের প্রভাবশালী অর্জুন বাবু। এভাবে কাহিনি এগিয়ে যায়।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি তানজিমা নুসরাত, সহসভাপতি নাজিউল্লাহ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, বন্ধু বহ্নিশিখা দাস, মোহিমন সৈমন, মো. হামিদ, শাওন হোসাইন, আনাস আহমেদসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ বন্ধুসভা