নতুন পোশাক পেয়ে খুশি রিকশাচালক আইজ উদ্দিনের পরিবার

সুনামগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

রিকশাচালক আইজ উদ্দিনের (৩২) স্ত্রী ও ছোট তিন শিশুকন্যা নিয়ে টানাপোড়েনের সংসার। রিকশা চালিয়ে কোনো রকমে সংসার চলে। পরিবারের সদস্যদের জন্য খাবার জোগার করবেন, সেটিই মাঝেমধ্যে হয়ে ওঠে না, তাই ঈদের নতুন কাপড় কিনে দেওয়াটা যেন বিলাসিতা। মেয়েদের বায়না ছিল নতুন জামা কিনে দেওয়ার। এ নিয়ে চিন্তিত ছিলেন আইজ উদ্দিন।

ঈদ উপলক্ষে আইজ উদ্দিনের পরিবারের সবার মুখে হাসি ফুটিয়েছে সুনামগঞ্জ বন্ধুসভা। তাঁর পাঁচ সদস্যের পরিবারের সবাইকে ঈদের নতুন কাপড় কিনে দিয়েছেন বন্ধুরা। ২৮ মার্চ বিকেলে এই পরিবারকে নতুন পোশাক কিনে দেওয়া হয়।

আইজ উদ্দিন পরিবার নিয়ে সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকায় বসবাস করেন। নতুন পোশাক পেয়ে খুশি তার সন্তানেরা। তাঁদের আনন্দ দেখে খুশি বাবাও। আইজ উদ্দিন বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সংসারই চলে না। ঈদে মেয়েদের জন্য নতুন পোশাক কিনব কীভাবে। নতুন জামা পেয়ে মেয়েদের মুখের হাসি দেখে মনটা ভরে গেছে।’

সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা