বন্ধুসভার পাঠচক্র ‘কমলাকান্তের দপ্তর’

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘কমলাকান্তের দপ্তর’ নিয়ে পাঠচক্র করেছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদ। ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জাতীয় পর্ষদের বইমেলাবিষয়ক সম্পাদক সাদিয়া রশ্নি। কমলাকান্তের দপ্তর বইটিতে ব্যাঙ্গাত্মক রম্যরচনা মোড়কে সমাজের নির্মম বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। সমাজের শোষকশ্রেণির শোষণের বিরুদ্ধে হাসিঠাট্টার মাধ্যমে সামাজিক বৈষম্যের অপূর্ব চিত্রগুলো নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

এরপর কমলাকান্তের দপ্তর বইয়ের বিষয় বৈচিত্র্য, জীবনভাবনার গভীরত্ব ও প্রকাশভঙ্গির নতুনত্ব কীভাবে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অনন্য উচ্চতায় স্থান দিয়েছে, তা নিয়ে আলোচনা হয়। পাঠচক্রে জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিসসহ ঢাকা মহানগর বন্ধুসভার অন্তত ৩০ বন্ধু উপস্থিত ছিলেন।