দুই যুগ পেরিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে প্রথম আলো বন্ধুসভা। গতকাল শুক্রবার বন্ধুসভার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে কিশোরগঞ্জ বন্ধুসভা। এ উপলক্ষে কিশোরগঞ্জের শহরতলির খিলপাড়া এলাকায় বেদেপল্লির অর্ধশত শিশুদের নিয়ে আনন্দ উৎসব করেছেন বন্ধুরা।
কেক কাটার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। পরে সহসভাপতি রিফাত ইসলাম পুতুলনাচ প্রদর্শন করেন। জাদু দেখিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ বিশ্বাস। বন্ধুদের সঙ্গে বেদেপল্লির শিশুরাও নেচে–গেয়ে উপভোগ করে।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি লুৎফুন্নেছা চিনু, সহসভাপতি হোসাইন আশিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপসাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীর হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফাহিম ইসরাক, শারমিন ফারজানাসহ অন্য বন্ধুরা।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা