জেলা পর্যায়ে বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় সেরা দিনাজপুরের দুই বন্ধু

অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছেন শুভ রায় ও সুব্রত সরকার
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এর দিনাজপুর জেলা পর্যায়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দিনাজপুর বন্ধুসভার সহসভাপতি সুব্রত সরকার। একই প্রতিযোগিতায় ‘বাংলা রচনা’ বিষয়ে শ্রেষ্ঠ হয়েছেন সাধারণ সম্পাদক শুভ রায়। ২৬ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ চন্দ্র সাহা, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম প্রমুখ। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুভূতি প্রকাশ করে সুব্রত সরকার বলেন, ‘বন্ধুসভার পাঠচক্র থেকেই বই পড়ার আগ্রহ তৈরি হয়। এরপর ধাপে ধাপে উচ্চারণ ও বাচনভঙ্গি নিয়ে কাজ করা। ছোট ছোট ভুলগুলোর সংশোধন মনে প্রবল আত্মবিশ্বাস জাগিয়েছে। সেই জায়গা থেকেই নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা চ্যাম্পিয়ন হওয়া।’

বিজয়ী শুভ রায় বলেন, ‘বই পড়া ও সামাজিক নানা কাজে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুসভায় আছে উন্মুক্তভাবে লেখালেখির সুযোগ। আমি দিনাজপুর বন্ধুসভার ধারাবাহিক আয়োজনগুলোর নিউজ লেখালেখি করি। এই অভিজ্ঞতাগুলোই কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া।’

বন্ধুদের এই অর্জনে দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী বলেন, ‘দুজনের জন্য সব সময়ের শুভ কামনা। আমি বিশ্বাস করি, সফলতাকে সঙ্গী করে এভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন বন্ধুরা।’

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা