বিতর্ক প্রতিযোগিতার জাতীয় পর্বের নকআউট রাউন্ড অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক
ছবি: বন্ধুসভা

ইউএনডিপি ও প্রথম আলো আয়োজিত ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শিরোনামে গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতার নকআউট রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

সংসদীয় পদ্ধতিতে নকআউট পর্বে প্রথম ধাপে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল। দ্বিতীয় ধাপে অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল।

প্রথম ধাপে জয়ী হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এই ধাপে প্রস্তাবনা ছিল ‘এই সংসদ মনে করে, গৃহস্থালি কাজের আর্থিক মূল্যায়নই বাংলাদেশে জেন্ডার সমতা আনতে পারে’। দলটির হয়ে বিতর্কে অংশ নেন অভিষেক চন্দ, বর্ষণ সরকার ও সাবিহা মুনতাহা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেন অর্পিতা গোলদার, কামরুল ইসলাম ও আবুজর গিফারী।

বিতার্কিক ও বিচারকরা
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় ধাপে জয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ধাপে প্রস্তাবনা ছিল ‘মাটি, খাদ্য, ও প্রকৃতির স্বার্থে সবুজ বিপ্লব নয়, বাস্তুসংস্থানিক কৃষিই পারে বাংলাদেশের কৃষির সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে’। দলটির হয়ে বিতর্কে অংশ নেন রোকেয়া আশা, নুর আহমেদ ও ফারহান আনজুম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেন জামশেদুল ইসলাম, ফাইরুজ মুবাশ্বিরা ও ফাহিম ফয়সাল।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক রাজীব সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সাবাহ মাহজাবিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক জাকির হাসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক বিতার্কিক রাইসা তাবাসসুম ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক বিতার্কিক হৃদয় দাস।

১৯ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি প্রচারাভিযান-২০২২–এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে ফাইনাল রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।