গাজীপুর বন্ধুসভার মৌসুমি ফল উৎসব ও রম্য বিতর্ক

প্রথম আলো গাজীপুর অফিসে গাজীপুর বন্ধুসভার মৌসুমি ফল উৎসবছবি: বন্ধুসভা

মৌসুমি ফল উৎসব ও রম্য বিতর্ক করেছে গাজীপুর বন্ধুসভা। ৬ জুলাই সকালে প্রথম আলো গাজীপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি বাবুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন। অতিথিদের মধ্যে বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম তিতাস, সাংবাদিক রেজাউল করিম ও মেহেদী হাসান।

প্রথম আলো গাজীপুর অফিসে গাজীপুর বন্ধুসভার মৌসুমি ফল উৎসব
ছবি: বন্ধুসভা

অনুভূতি প্রকাশ করেন গাজীপুর বন্ধুসভার সাবেক সভাপতি মোশারফ হোসেন ও ইমরান আকন্দ ও শুভসংঘ গাজীপুরের সভাপতি মুসাফির ইমরান। উৎসবে আম, কাঁঠাল, কলা, পেয়ারা, লটকন, আনারস, করমচা, ড্রাগন ও আমড়া ফলের সমাহার ছিল।

উৎসবকে আরও প্রাণবন্ত করতে বন্ধুরা অংশ নেন রম্য বিতর্কে। বিতর্কের বিষয় ছিল—‘ফল উৎসবে কে সেরা—আম, না কাঁঠাল?’

কেউ বললেন, আমের মিষ্টি স্বাদ অতুলনীয়। আবার কেউ কাঁঠালের ঘ্রাণ আর রসালো টুকরার পক্ষে জোরালো মত দিলেন। বন্ধুত্বপূর্ণ এ বিতর্ক হাস্যরস আর আনন্দে ভরিয়ে তোলে পুরো অনুষ্ঠান। এ সময় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা