পাবনা বন্ধুসভার চড়ুইভাতি

নাটোরের উত্তরা গণভবনের সামনে পাবনা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

নতুন বছরে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে চড়ুইভাতি করেছে পাবনা বন্ধুসভা। ৪ জানুয়ারি দিনব্যাপী নাটোরের উত্তরা গণভবন প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

সকাল আটটায় গন্তব্যের উদ্দেশে পাবনা থেকে যাত্রা শুরু করেন বন্ধুরা। সারা দিন হইহুল্লোড় করে নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ী ঘুরে দেখেন ৪৪ বন্ধু। পাবনা বন্ধুসভার এ আয়োজনে যুক্ত হন নাটোর বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নাটোর প্রতিনিধি।

পাবনা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নতুন বছরকে স্বাগত জানিয়ে এ আয়োজনে ছিল বিভিন্ন ধরনের মজার খেলা, লটারি ও গানে গানে আড্ডা। অনুভূতি ব্যক্ত করেন উপদেষ্টা শামসুন নাহার, ক্যাপ্টেন সারোয়ার জাহান, হাসান মাহমুদ, ফাহমিদা চাঁদনী, সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, বন্ধু রাসেল রানা ও প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস।

মধ্যাহ্নভোজের পর খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা