শিশুদের সঙ্গে নারায়ণগঞ্জ বন্ধুসভার ইফতার
সমাজের অস্বচ্ছল পরিবারের শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ২১ মার্চ জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান বলেন, ‘পুরো রোজার মধ্যে এই একটা দিন মনে শান্তি আসে। কারণ, বাচ্চাদের সঙ্গে ইফতার করলে ছোটবেলার কথা মনে পড়ে।’
সভাপতি নয়ন আহমেদ বলেন, ‘এসব শিশুর মুখে হাসি ফোটানোর জন্য নারায়ণগঞ্জ বন্ধুসভা সর্বদা পাশে থাকবে।’
বন্ধুসভার এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মজিবুল হক পলাশ, সাব্বির আল ফাহাদ, উজ্জ্বল উচ্ছ্বাস, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌন লাকি, যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া নুর, সাংস্কৃতিক সম্পাদক আবদুল হান্নান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমরান নাজির, কার্যনির্বাহী সদস্য গাজী খায়রুজ্জামানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা