নারীদের আয়োজনে নারীরাই বিচারক

বন্ধুসভার জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। এ জন্য সারা দেশের স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত বিষয়ে ভিডিও আহ্বান করা হয়েছিল।

প্রতিযোগিতার জন্য প্রেরিত ভিডিওগুলোর মূল্যায়ন কাজ চলছে এখন। বিচারক হিসেবে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ফাল্গুনী মজুমদার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক সভাপতি তাপসী দে প্রাপ্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া বিতর্ক অঙ্গনের সাবেক সভাপতি আরজু আফরিন ক্যাথি, চট্টগ্রাম ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের সাবেক সভাপতি ফারহানা খান যুঁথী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ড বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৯ মার্চ বিভিন্ন অঙ্গনের নারীদের সাহস, বিজয় ও সাফল্যের অভিজ্ঞতা শুনতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। সেখানে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজনকে বিশেষ সনদ প্রদান করা হবে।

বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে রেজুভা ওয়েলনেস ও রেডিয়েন্ট স্মাইল অ্যাস্থেটিক লাউঞ্জ এবং উপহার সহযোগী হিসেবে রয়েছে সুবর্ণ।