নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ উপন্যাস নিয়ে পাঠচক্র করে ময়মনসিংহ বন্ধুসভা। গত ৩০ জানুয়ারি বিকেলে প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু মোহাম্মদ রাফি, নুন নাহার, গোলাপ রানী, সাব্বির ইসলাম ও প্রিয়রঞ্জন।
বন্ধুদের আলোচনায় উঠে আসে, ‘নক্ষত্রের রাত’ নামে লেখকের একটি জনপ্রিয় নাটক আছে। নাটক ও উপন্যাসের মধ্যে একটি জায়গায় মিল দেখতে পাওয়া যায়। উভয়ের চরিত্রই মধ্যবিত্ত পরিবারের সন্তানের নিত্যনৈমিত্তিক জীবনচিত্র। ‘নক্ষত্রের রাত’ সমাজের মধ্যবিত্ত পরিবারের জীবনকে প্রতিনিধিত্ব করে।
পাঠচক্র শেষে আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য দেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, আবুল বাশার, মো. আবুল বাশার, সাদিকুল ইসলাম ও সহসভাপতি রোকনুজ্জামান জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মুসাফির, উম্মে সালমা, সাংগঠনিক সম্পাদক রাবিয়াতুল বুশরা, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক হিমেল মাহমুদ, অর্থ সম্পাদক মাহমুদুস সালেহীন, সাংস্কৃতিক সম্পাদক মাইশা সামিহা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবু নাঈমসহ অন্য বন্ধুরা।
সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা