কবি জীবনানন্দ দাশের জীবন চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক স্বর্ণা দেবনাথ।
প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন ওলি উল্লাহ, হাবিবা খাতুন ও সৈয়দ হান্নান। সবাইকে পুরস্কার হিসেবে বই দেওয়া হয়।
পাঠচক্র শেষে মাসিক সভায় অংশগ্রহণ করেন বন্ধুরা। সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন খান জাহান রিমন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহমিনা আইরিন, বন্ধু নাঈমুল ইসলাম, রাইমা বিনতে নাসির, উজ্জ্বল রহমানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা