চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি আঁকায় মনোযোগী শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। ৮ নভেম্বর বেলা তিনটায় নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে ময়মনসিংহ বন্ধুসভা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। দুটি বিভাগে অংশগ্রহণ করে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অর্ধশত শিক্ষার্থী। প্রতি বিভাগ থেকে দুজন করে মোট ছয়জন বিজয়ীকে বই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী বিশেষ শিশুদের দেওয়া হয়েছে শুভেচ্ছা পুরস্কার।

উপস্থিত অতিথি ও অভিভাবকরা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, মুক্তিযোদ্ধা বিমল পাল, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু সায়েম, কবি শামসুল ফয়েজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, প্রথম আলোর আলোকচিত্রী আনোয়ার হোসেন, ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আলী ইউসুফ, বন্ধুসভার সহসভাপতি সাদিকুল ইসলাম। সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি আবুল বাশার ও বন্ধু নাহিদ মন্ডল।

বক্তরা শিশুদের চিত্রকর্মের প্রশংসা করেন এবং সবাইকে ছবি আঁকা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত থাকার জন্য বলেন। বন্ধুদের এমন আরও ভালো কাজে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দেন এবং বন্ধুসভার বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্তত ২৫ জন বন্ধু ও ৪০ জন আমন্ত্রিত সুধী ও অভিভাবক।

যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা