সিডনিতে ভাষাশহীদদের প্রতি অস্ট্রেলিয়া বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিডনিতে জড়ো হন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দূর প্রবাসে দীর্ঘদিন বসবাস করেও বাঙালিরা তাঁদের বুকের গভীরে লালন করে মাতৃভাষা বাংলাকে। তাই তো প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ড পার্কে ভাষাশহীদদের সম্মান জানাতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য বাঙালি। আজ মঙ্গলবার তাঁদের সঙ্গে একত্র হন অস্ট্রেলিয়া বন্ধুসভার বন্ধুরাও।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিডনির অ্যাশফিল্ড পার্কের স্মৃতিসৌধে আয়োজন করা হয়েছে প্রভাতফেরি অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ৯টায় বন্ধুরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

অস্ট্রেলিয়া বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
ছবি: বন্ধুসভা

পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য দেন অস্ট্রেলিয়া বন্ধুসভার আহ্বায়ক নাজনীন আক্তার। তিনি বলেন, ‘প্রবাসে থেকেও বন্ধুসভার বন্ধুরা অন্তরে বাংলাদেশকে ধারণ করে। অস্ট্রেলিয়ায় এত সুন্দর একটি আয়োজনের জন্য একুশে একাডেমিকে ধন্যবাদ।’ এ সময় তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বাঙালি সংস্কৃতির সম্পৃক্ততা আরও বাড়াতে অভিভাবক ও আয়োজকদের প্রতি আহ্বান জানান। সব মা-বাবা যেন সন্তানদের কাছে বাংলা ভাষার আন্দোলন এবং আত্মত্যাগের মাধ্যমে ভাষার অধিকার লাভের যে অমর গাথা, তা তুলে ধরেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা আক্তার, লিটন বাউল, সালাহউদ্দিন শিপলু, শহিদুল মোয়াজ্জেম হোসেন, সাবিরা সুলতানা, অতলান্তিক ঋদ্ধ, জাহিদুল ইসলাম প্রমুখ।

সদস্যসচিব, অস্ট্রেলিয়া বন্ধুসভা