ঈদ এলেও প্রতিটি ঘরে খুশির বার্তা পৌঁছায় না। সুবিধাবঞ্চিত পরিবারগুলোর অন্যান্য সাধারণ দিনের মতোই কাটে বিশেষ দিনটি। এই অসমতা কমিয়ে ঈদের খুশি প্রতি ঘরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম আলো বন্ধুসভা ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি হাতে নেয় প্রতি ঈদে।
এরই ধারাবাহিকতায় রংপুর বন্ধুসভার উদ্যোগে এবার ১১০ জন সুবিধাবঞ্চিত শিশু, কিশোর ও কিশোরীদের রঙিন জামা ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। গত ৩০ মার্চ রংপুর শহরের অদূরে বুড়িরহাট, গজঘণ্টা রোডে বন্ধুদের এই সহায়তা কর্মসূচি পরিচালিত হয়।
রংপুর বন্ধুসভার সভাপতি আরিফ হাসান শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদেরও দায়িত্ব বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো।’ সাধারণ সম্পাদক সংগীতা দাস শিশুদের সঙ্গে কথোপকথনকালে তাদের ঈদের দিন কেমন কাটে, তা জানতে চান। ঈদে কে, কী মজা করে—সেসব বিষয়ে আলাপ করেন।
অন্য বন্ধুরাও শিশুসুলভ হয়ে যেন মিশে যান সব শিশুর সঙ্গে। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু হোসাইন আল মামুন, জি এ টুটুল, সাইদুর জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, দপ্তর সম্পাদক সুমিত রায়, প্রশিক্ষণ সম্পাদক আরমান বাপ্পি, বইমেলা সম্পাদক নন্দ গোপাল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সৌমিত্র বর্মণ, বন্ধু শাহরিয়ার আহম্মেদ, নাওয়ার ইসলাম, উছরাত ফাহমিদা, জাহিদ আলম, মো. আওরঙ্গজেবসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা