জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও কুইজ প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এমসি কলেজ বন্ধুসভার পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণছবি: বন্ধুসভা

১৭ মার্চ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে প্রথম আলো বন্ধুসভা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুসংক্রান্ত ১৭টি প্রশ্নের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা। কুইজে বিজয়ী হয়েছেন লিমা তালুকদার, তাপস শীল, উত্তম ঘোষ ও রুবেল ফারহিন।

বন্ধু চৌধুরী নাফিসা বলেন, ‘কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বন্ধুসভার বন্ধুদের মধ্যে নতুন কিছু জানার প্রতিযোগিতা শুরু হবে।’

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ
ছবি: বন্ধুসভা

এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিল্লাল উদ্দিন বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা সৃজনশীলতার মধ্যে রয়েছে। তারা যে সৃজনশীলতার চর্চা করে, তার প্রমাণ এই কুইজ প্রতিযোগিতা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা দিলীপ চন্দ্র রায়, সাগর বিশ্বাস, অঘ্রাতা সৌরভ, আবদুল বাসিত, নিকসন দাস, সুজন তালুকদার, সভাপতি সুমন মিয়া, সহসভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার, দপ্তর সম্পাদক রুবেল ফারহিন, প্রশিক্ষণ সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক অনন্ত সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মমতা আক্তার, বন্ধু ইউসুফ মাহদিসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা