বন্যার্তদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ঈদ উপহার

ঈদ উপহার তুলে দিচ্ছেন বন্ধু সাঈদ তানভীর
ছবি: বন্ধুসভা

একদিকে ঈদুল আজহার প্রস্তুতিতে ব্যস্ত পুরো দেশের মানুষ। অন্যদিকে বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যার্ত মানুষের ঘরে ঘরে চলছে হাহাকার। বানের পানি নেমে গেলেও এখনো ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি অধিকাংশ পরিবার। সেখানে ঈদের উৎসবের আনন্দ নেই, আছে কেবল হাহাকার। সেসব অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

নিজেদের মধ্য থেকে অর্থ সংগ্রহ করে ৯ জুলাই বন্যাদুর্গত প্রায় ৩০টি পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দিয়েছে চবি বন্ধুসভা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এগুলো পৌঁছে দেন সাধারণ সম্পাদক সাঈদ তানভীর। উপহার পেয়ে এক বৃদ্ধ খুশি হয়ে বলেন, ‘তোমরার উপহার পাইয়া আমরা পরিবার ঈদোর আনন্দ বেড়ে গেছে। আল্লায় তোমরার ভালা করুক।’

এর আগে জুন মাসে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল। তখনো তাঁদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন চবি বন্ধুসভার বন্ধুরা। বন্যার্ত শিশুদের জন্য দুধ, হরলিকস, বিস্কুট, কেক, সাবান, সাবু, সুজি, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইনসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে শতাধিক পরিবারের কাছে পৌঁছে দেন তাঁরা।

মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা