গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় শিক্ষক দিবস উদ্‌যাপন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষকদের সম্মান জানায় শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

প্রতিদিনের মতো রোববারও গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার সহকারী শিক্ষক রকিবুল ইসলাম বিদ্যালয়ে আসেন। বারান্দা দিয়ে হেঁটে তিনি শ্রেণিকক্ষের দিকে যাচ্ছিলেন। শ্রেণিকক্ষে প্রবেশের আগেই ছয়-সাতজন শিক্ষার্থী তাঁকে গোলাপ ও রজনীগন্ধা ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। শিক্ষার্থীদের এমন ভালোবাসায় বিস্মিত হয়ে যান রকিবুল ইসলাম। এদিন স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গে অন্য শিক্ষকদেরও এভাবেই ফুলেল শুভেচ্ছা জানায় আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৬ অক্টোবর নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষকদের সম্মান জানানো হয়। শিক্ষার্থীরা ফুল দেওয়া ছাড়াও আর্ট পেপারে নিজেদের তৈরি হাতের ছাপশিল্প উপহার দেয় শিক্ষকদের। পরে কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করে।

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নওগাঁ বন্ধুসভার বন্ধুরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত দাস, নওগাঁ বন্ধুসভার অর্থ সম্পাদক আবদুস সালাম, বন্ধুসভার বন্ধু আরিফুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের ভালোবাসায় আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত দাস বলেন, ‘শিক্ষার্থীরা আজকে যেভাবে সম্মান ও ভালোবাসা জানাল, আজ সত্যিই আপ্লুত। এভাবে ঘটা করে আমি নিজেও আমার শিক্ষকদের কখনো সম্মান জানাতে পারিনি। তাঁদের বলতে পারিনি—স্যার, আপনাকে ভালোবাসি।’

অর্থ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা