সিলেটে ডেঙ্গু মশকনিধনে বন্ধুদের অভিযান

সিলেটে ডেঙ্গু মশকনিধনে বন্ধুদের অভিযান
ছবি: আনিস মাহমুদ

সিলেট বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু মশার লার্ভা নিধন ও কীটনাশক প্রয়োগ অভিযান অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বিকেলে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেছে সিলেট সিটি করপোরেশন।

এডিস মশার লার্ভাও ধ্বংস করেন বন্ধুরা
ছবি: আনিস মাহমুদ

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণের অনেক জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে সেগুলোকে তাৎক্ষণিক ধ্বংস করে দেন বন্ধুরা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘বন্ধুসভা অসাধারণ কাজ করছে। তাদের সৃষ্টিশীলতা আমাকে মুগ্ধ করেছে।’ এ সময় এই অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

সিলেট বন্ধুসভার ডেঙ্গু মশকনিধন কার্যক্রম
ছবি: আনিস মাহমুদ

সিলেট বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাবা জাহান বলেন, ডেঙ্গুর বংশবিস্তার ও এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে বন্ধুসভার বন্ধুরা এ উদ্যোগ নিয়েছেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সমীর বৈষ্ণব, মিহরাব আহমেদ, দৃষ্টি বর্মন, বৃষ্টি বর্মন, রেজাউল হক, শেখ ফয়সাল, মাজেদুল ইসলাম ও জয় তালুকদার।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা