ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম আলোর রজতজয়ন্তী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও বই বিনিময় উৎসবের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। ২৮ নভেম্বর ঢাকার আশুলিয়ায় ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এটির আয়োজন করে ড্যাফোডিল বন্ধুসভা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান, ফ্যাকাল্টি অব বিজনেসের ডিন প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক অমিত চক্রবর্তী, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ফাহমি হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান আফতাব হোসেন, লাইব্রেরিয়ান মিলান খান, ড্যাফোডিল বন্ধুসভার কনভেনার আনোয়ার হাবিব কাজল, উপদেষ্টা মাহবুব পারভেজ, আহসান উল্লাহ সজিব প্রমুখ।

বই বিনিময় উৎসব
ছবি: বন্ধুসভা

শুরুতেই স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি নাজমুল অভি। কনভেনার আনোয়ার হাবিব কাজল বলেন, ‘প্রথম আলো তার জন্মলগ্ন থেকে বন্ধুসভাকে সঙ্গে নিয়ে সারা দেশে দুর্দান্ত সব কাজ করে যাচ্ছে। আশা করি, সামনের দিনগুলোতে আমরা এমন আরও অনেক ভালো কাজের দৃষ্টান্ত দেখতে পাব।’

উপদেষ্টা মাহবুব পারভেজ বলেন, ‘আমরা সংগঠন করি শুধু পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম করার জন্য নয়, বরং নেটওয়ার্কিং বাড়ানো এবং নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে রূপান্তরিত করার জন্য। সেই জায়গা থেকে প্রথম আলো এবং বন্ধুসভা নিঃসন্দেহে সবচেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম।’

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন প্রিন্স চৌধুরী, গান পরিবেশন করেন আব্দুল আল ফাহিম। সঞ্চালনা করেন আকতারুজ্জামান সিদ্দিকী।

প্রচার সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা