বিজয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক প্রতিযোগিতা শেষে অতিথি ও বিচারকদের সঙ্গে অংশগ্রহণকারীরা
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এতে সহযোগিতা করে ক্যামব্রিয়ান কলেজ বন্ধুসভা। বিতর্কের বিষয় ছিল ‘মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আজও পূরণ হয়নি’।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. সোহেল আহমেদ। বিচারক হিসেবে ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাব্বির উদ্দিন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল আলম, পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান জিয়াউর রহমান। সময় সংরক্ষণ করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক রফিক উদ্দিন। মডারেটর হিসেবে বিতর্ক পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি সাইদুল হাসান।

বিপক্ষ দল দ্বান্দ্বিক
ছবি: সংগৃহীত

বিতর্কে বিজয়ী হয়েছে নান্দনিক (পক্ষ দল)। এই দলের সদস্যরা হলো নুসায়বা জাহান, লুশান্তা হাওলাদার ও আহনাফ তাজোয়ার। তাঁদের সহযোগিতা করেছে কাশফিয়া সারওয়ার, মেহরিন হোসেন, দেবপ্রিয় সুর ও আবরাব রহমান। রানার্সআপ হয় দ্বান্দ্বিক (বিপক্ষ দল)। দলটির সদস্যরা হলো সাদিয়া আক্তার, নওশীন নাওয়ার, আল জাবির ও ফাইয়াজ রাদিয়ান। তাঁদের সহযোগিতা করেছেন আহসান হাবীব, ইউশা ইয়ানান ও রিদওয়ান খান। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন আহনাফ তাজোয়ার।

সহসভাপতি, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ