সৃষ্টি-সুখের উল্লাসে লেখক বন্ধু উৎসব

বন্ধুদের লেখার মান উন্নয়ন ও লেখালেখির পথ মসৃণ করতে দ্বিতীয়বারের মতো লেখক বন্ধু উৎসবের আয়োজন করেছে বন্ধুসভা জাতীয় পর্ষদ। উৎসবে পাঁচ বন্ধুর হাতে ‘লেখক বন্ধু পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হয়।

প্রথম আলো কার্যালয়ে লেখক বন্ধু উৎসব শেষে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারী ও পুরস্কার পাওয়া লেখক বন্ধুরা
ছবি: শুভ্র কান্তি দাশ
‘যে লেখকের বই পড়বেন, সেই লেখকই আপনার শিক্ষক। লেখকের পড়া আর পাঠকের পড়া আলাদা। লেখক পড়বেন, মুগ্ধ হবেন। কেন মুগ্ধ হলেন, কেন কাঁদলেন, কেন হাসলেন—এর উত্তর খুঁজবেন।’
কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক

‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে—
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগ্‌বগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।’

লেখক বন্ধু উৎসব ২০২৫-এ অংশগ্রহণকারীদের চোখেমুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই সৃষ্টি-সুখের উল্লাসই যেন ধরা দিয়েছিল সেদিন। উৎসবের সূচনা অধিবেশনে লেখালেখির সামগ্রিক বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘যে লেখকের বই পড়বেন, সেই লেখকই আপনার শিক্ষক। লেখকের পড়া আর পাঠকের পড়া আলাদা। লেখক পড়বেন, মুগ্ধ হবেন। কেন মুগ্ধ হলেন, কেন কাঁদলেন, কেন হাসলেন—এর উত্তর খুঁজবেন। লিখতে হলে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই।’ আনিসুল হকের কথায় সৃষ্টি-সুখের উল্লাসে মেতে ওঠার পেছনের কৌশলটাও রপ্ত করে নেন বন্ধুরা।

(বাঁ থেকে) কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, কথাসাহিত্যিক মোহিত কামাল ও কবি কামরুজ্জামান কামু।

বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক স্বাগত বক্তব্যে বলেন, ‘এ উৎসবের মূল লক্ষ্য লেখক বন্ধুদের উৎসাহিত করা, তাঁদের লেখালেখির মান বৃদ্ধি করা। আমরা চাই, বন্ধুসভার লেখক বন্ধু পুরস্কার বাংলাদেশের যেকোনো সামাজিক সংগঠনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ লেখক পুরস্কার হবে। সেই বিশ্বাস নিয়েই আমরা কাজ করছি।’ তাঁর এ বক্তব্যে অনুপ্রাণিত হন বন্ধুরা। সমবেত করতালিতে তাঁকে সমর্থন জানানো হয়।

সারা দেশের ৪০ জনের বেশি নির্বাচিত লেখক বন্ধুকে নিয়ে ১১ জুলাই, শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে লেখক বন্ধু উৎসবের আয়োজন করে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন জাতীয় পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক পৌলমী অদিতি, ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক অনিক সরকার ও দপ্তর সম্পাদক মেঘা খেতান।

‘জীবনের সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে, সবই গল্প। গল্পের উপকরণ আমাদের চারপাশে ছড়িয়ে –ছিটিয়ে আছে।’
কথাসাহিত্যিক মোহিত কামাল

স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক ও সভাপতি জাফর সাদিক। বন্ধুদের উদ্দেশে ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘আমাদের প্রত্যাশা, বন্ধুসভার বন্ধুরা নিয়মিত লিখবেন। লেখার মাধ্যমে তাঁরা নিজেরা যেমন সমৃদ্ধ হচ্ছেন, তেমনি বন্ধুসভাকেও সমৃদ্ধ করছেন।’

‘কবিতা: ভাব, ছন্দ ও ভাষাপ্রয়োগ’ বিষয়ে কথা বলেন কবি কামরুজ্জামান কামু। তিনি বলেন, কবিতা লেখার কলাকৌশল জানতে হলে কবিতা বেশি বেশি পড়তে হবে। ছন্দ জানতে হবে। কবিতা ধ্বনি নিয়ে এগোয়, আর ভাষা ধ্বনিনির্ভর। ধ্বনির বিন্যাসই হচ্ছে ছন্দ। কবিতার ভাষা ইঙ্গিতপূর্ণ। সেখানে কিছু কৌশল থাকে, যেমন উপমা। এগুলো শিখে নিতে হবে।

(বাঁ থেকে) প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক (সাহিত্য; অন্য আলো) ফিরোজ এহতেশাম, সুবর্ণ প্রকাশনীর প্রকাশক শাহরিন হক ও নৈঋতা ক্যাফের প্রকাশনা উপদেষ্টা রাহেল রাজিব।

‘গল্প লেখা, গল্প বলা’ বিষয়ে দিকনির্দেশনা দেন কথাসাহিত্যিক মোহিত কামাল। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে, সবই গল্প। গল্পের উপকরণ আমাদের চারপাশে ছড়িয়ে –ছিটিয়ে আছে। লেখক হতে চাইলে মনের ভেতর তাড়না থাকতে হবে।

জাতীয় পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরীর সঞ্চালনায় লেখক–প্রকাশক আলাপচারিতায় বন্ধুদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সুবর্ণ প্রকাশনীর প্রকাশক শাহরিন হক, নৈঋতা ক্যাফের প্রকাশনা উপদেষ্টা রাহেল রাজিব ও স্বরে অ-এর প্রকাশক আবু বকর সিদ্দিক। এ আয়োজনে প্রকাশনা সহযোগী হিসেবে যুক্ত ছিল প্রতিষ্ঠানগুলো। ‘লেখা প্রকাশে করণীয়: গুণমান, ভাষারীতি, শব্দ ও পাতাবিন্যাস, প্রকাশনা কৌশল’ নিয়ে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা। এ ছাড়া বন্ধুদের পাণ্ডুলিপি মানসম্মত হলে প্রকাশের প্রতিশ্রুতিও দেন।

প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক (সাহিত্য; অন্য আলো) ফিরোজ এহতেশাম ‘পত্রিকার জন্য লেখালেখি: ধরন, শব্দসীমা ও যোগাযোগ’ বিষয়ে কথা বলেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল ‘লেখক বন্ধু পুরস্কার ২০২৫’। এ বছর এই পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জ বন্ধুসভার নূরে জান্নাত, ভৈরব বন্ধুসভার রাসেল রাজনাহিদ হোসাইন, চট্টগ্রাম বন্ধুসভার রশীদ এনাম এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সৌরভ আহমেদ

বন্ধুসভার ওয়েবসাইট ও ছাপা কাগজে লেখা প্রকাশ প্রসঙ্গে লেখক বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বন্ধুসভার ডিজিটাল কো–অর্ডিনেটর শাকিব হাসান ও ডিজিটাল কনটেন্ট সহকারী তাহসিন আহমেদ। জাতীয় পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজের সঞ্চালনায় উৎসবে অংশগ্রহণের অভিব্যক্তি প্রকাশ করেন লেখক বন্ধুরা। কেউ বলেন, ‘স্বপ্ন নিয়ে যাচ্ছি’ আবার কেউ বলেন, ‘যা কিছু জানার ছিল, প্রশ্ন ছিল তা জানতে পেরে অনেক অনুপ্রাণিত হয়েছি।’

উৎসব বাস্তবায়নে দায়িত্ব পালন করেছেন জাতীয় পর্ষদের তৌহিদ ইমাম, ঢাকা মহানগরের নাঈমা সুলতানা, আবরার জাহিন ও রাজশাহী বন্ধুসভার উৎসব সরকার।

(বাঁ থেকে) স্বরে অ-এর প্রকাশক আবু বকর সিদ্দিক, বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক।

প্রথম আলো বন্ধুসভার অসংখ্য বন্ধু লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। তাঁরা নিয়মিত বন্ধুসভার ছাপা কাগজ, ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় লিখছেন। কারও এক বা একাধিক বইও প্রকাশিত হয়েছে। তাঁদের লেখক হয়ে ওঠার পথ আরও মসৃণ ও স্বপ্নময় করে তুলতে ২০২৩ সালে প্রথমবারের মতো ‘লেখক বন্ধু উৎসব’ আয়োজন করা হয়। এ বছর দ্বিতীয়বারের মতো লেখক বন্ধু উৎসব অনুষ্ঠিত হলো। তবে এবারের আয়োজনে কিছুটা ভিন্নতা ছিল। উৎসব উপলক্ষে গত ২৮ ও ২৯ মে এবং ১ ও ৫ জুন সারা দেশের অসংখ্য বন্ধুর অংশগ্রহণে ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ফিচার’, ‘কবিতা’, ‘ গল্প’ ও ‘সংবাদ’—বিষয়ে চার পর্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন, কবি কামরুজ্জামান কামু, কথাসাহিত্যিক মোহিত কামাল এবং প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ।

লেখক বন্ধু পুরস্কার পেলেন যাঁরা
উৎসবের মূল আকর্ষণ ছিল ‘লেখক বন্ধু পুরস্কার ২০২৫’। এ বছর এই পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জ বন্ধুসভার নূরে জান্নাত, ভৈরব বন্ধুসভার রাসেল রাজ ও নাহিদ হোসাইন, চট্টগ্রাম বন্ধুসভার রশীদ এনাম এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সৌরভ আহমেদ। পুরস্কার হিসেবে তাঁদের হাতে স্মারক, সনদ ও বই তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদের পাশাপাশি উপহার হিসেবে দেওয়া হয় বই।

আহ্বায়ক, লেখক বন্ধু উৎসব ২০২৫