মাতৃভাষা দিবসের কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

ডিআইইউ বন্ধুসভা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরাছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মাসে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা। এতে সারা দেশের অসংখ্য শিক্ষার্থী অংশ নেয়। সম্প্রতি প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজয়ী পাঁচজন হলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ফারিয়া সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সোহেল রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের তুহিনুজ্জামান, বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের রাফসান ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহেরা ইসলাম।

বিশেষভাবে বিজয়ী ১০ জন
ছবি: সংগৃহীত

এ ছাড়া আরও ১০ জনকে বিশেষভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঁখি আক্তার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শুভ সাদিক চৌধুরী, আফজাল হোসেন, তাসনিমা আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোসা. হ্যাপি, মাসুম আলী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাব্বির আহমেদ, আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাহিমা আক্তার ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জাহিদ হাসান।

প্রতিযোগিতার অনলাইন গুগল ফরমে ছিল মোট ২১টি প্রশ্ন। প্রশ্নগুলো করা হয় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর, যা একজন প্রতিযোগীর জন্য শিক্ষণীয় ও জ্ঞানচর্চায় গভীরভাবে সহায়ক।

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা