সবুজে গড়ো ভবিষ্যৎ, পৃথিবী রাখো নিরাপদ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাবিপ্রবি বন্ধুসভার চারা গাছ রোপণছবি: বন্ধুসভা

‘সবুজে গড়ো ভবিষ্যৎ, পৃথিবী রাখো নিরাপদ’ স্লোগানে বৃক্ষরোপণ করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ৩ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হলের সামনের খালি জায়গা এবং খেলার মাঠ–সংলগ্ন এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রকৃতির সঙ্গে সহাবস্থান ও পরিবেশরক্ষার অঙ্গীকার থেকে প্রতিবছরই বৃক্ষরোপণ করে থাকে হাবিপ্রবি বন্ধুসভা। তবে এ বছরের কর্মসূচি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়ার কারণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পুরোনো বৃক্ষ ভেঙে পড়ে। এই ক্ষয় পূরণ ও নতুন উদ্যমে সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে বন্ধুসভার এ উদ্যোগ।

হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচির উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর এস এম এমদাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক প্রফেসর মো. নিজাম উদ্দিন, সহকারী প্রক্টর প্রফেসর আবুল কালাম ও এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমকে উজ্জীবিত করেন।

বন্ধুরা বলেন, প্রতিটি গাছ জলবায়ু সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখে। বৃক্ষরোপণের মাধ্যমে বাতাসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তাপমাত্রা কমানোর মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ছায়াঘেরা সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের পড়ালেখা ও মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত সহায়ক। সবুজ প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা শিক্ষার্থীদের মনে মানবিকতা ও সচেতনতা বেড়ে যায়।

হাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচিতে অংশ নেন হাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি অমিত কুমার, বর্তমান সভাপতি নাসিম আহমেদ এবং সাধারণ সম্পাদক রুশাদ বিন আনোয়ারসহ অন্য সদস্য ও স্বেচ্ছাসেবী বন্ধুরা। বৃক্ষরোপণের পাশাপাশি এসব গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন বন্ধুরা।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যনির্বাহী সদস্য অনিক কুমার বলেন, ‘ক্যাম্পাসের সবুজ পরিবেশরক্ষায় এমন উদ্যোগগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।’

কার্যনির্বাহী সদস্য লাবিব হাসান বলেন, ‘বৃক্ষরোপণের পাশাপাশি গাছগুলোর সফল রক্ষণাবেক্ষণই হবে প্রকৃত সাফল্য।’

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা