‘বন্ধুসভা বুঝতে শিখিয়েছে মানবিক মূল্যবোধ’

ভৈরব বন্ধুসভার বন্ধুকথন আয়োজনের ১৭তম পর্বছবি: সাইফুর রহমান

‘বন্ধুরাই হলো বন্ধুসভার প্রাণ। বন্ধুত্বের শুদ্ধ চর্চার শক্তিতে এগিয়ে যাচ্ছে বন্ধুসভা।’ ২২ ডিসেম্বর ভৈরব বন্ধুসভার বন্ধুকথন আয়োজনের ১৭তম পর্বে এ কথা বলেন সভাপতি নাহিদ হোসাইন।

প্রথম আলোর ভৈরব অফিসে অনুষ্ঠিত এই পর্বে আলোচক হিসেবে যুক্ত ছিলেন সভাপতি নাহিদ হোসাইন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা।

রিফাত হোসেন বলেন, ‘পাঁচ বছর আগে ভৈরবে বইমেলায় বন্ধুসভার স্টলের তারুণ্যের উচ্ছ্বাস আমার ভালো লেগে যায়। তৎক্ষণাৎ সদস্য ফরম পূরণ করি। এরপর আমার প্রথম পাঠচক্র ছিল “পুতুল নাচের ইতিকথা”। ধীরে ধীরে বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে ভৈরব বন্ধুসভার সঙ্গে মিশে যাই।’

‘হ্যাঁ, পাঠচক্রের মাধ্যমে যাত্রা শুরু। এখন তোমাকে সবাই পাঠচক্রের তুখোড় আলোচক হিসেবে বেশি চেনে। ভৈরব বন্ধুসভার বেশ কয়েকটি মঞ্চনাটকেও তোমার অভিনয় ছিল প্রশংসনীয়’, বলছিলেন প্রিয়াংকা।

নাহিদ হোসাইন বলেন, ‘ভৈরব বন্ধুসভায় আসি কোটি প্রাণে প্রথম আলো আয়োজনটিতে অংশগ্রহণের মাধ্যমে। এর আগে ফেসবুকে নিয়মিত কার্যক্রম দেখতাম। “মৈমনসিংহ গীতিকা”, “চন্দ্রাবতী” ছিল আমার প্রথম পাঠচক্র। কেটে যায় আটটি বছর। এখন ফেলে আসা দিনগুলোর দিকে তাকালে পুলকিত হই, শিহরিত হই। ভৈরব বন্ধুসভা আমাকে সাংগঠনিক করে তুলেছে। বন্ধুসভা বুঝতে শিখিয়েছে মানবিক মূল্যবোধ, বিকশিত করেছে চিন্তাশক্তি।’

আলোচনার ফাঁকে ছিল কুইজ পর্ব। ২০২৩ সালের সব আয়োজন নিয়ে এই পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজনটি ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ প্রচার করা হয়।

কার্যনির্বাহী সদস্য, ভৈরব বন্ধুসভা