ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বন্ধুদের গাছের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

বৃক্ষের গুণাবলি অনেক। আমাদের ফল দেয়, ফুল দেয়; জীবন রক্ষাকারী ওষুধ তৈরির উপাদান, সুশীতল ছায়া দেয়, শিল্পের কাঁচামাল জোগায়, বৃষ্টির পরিমাণ বৃদ্ধি করে। বৃক্ষ যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়, বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড শোষণ না করে, তবে পৃথিবীতে কোনো প্রাণী এক মুহূর্তও বেঁচে থাকতে পারবে না। জীবজগতের বাঁচা-মরা বৃক্ষের ওপর নির্ভরশীল।

বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ২০ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। বিশ্ববিদ্যালয়ের বটতলা, কলাভবনের সামনে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় কিছু ফল ও ফুলগাছের চারা রোপণ করেন বন্ধুরা।

রোপণ করা বৃক্ষের মধ্যে ছিল ফল ও ফুলগাছের চারা
ছবি: বন্ধুসভা

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি গাজী ইমরান বলেন, একুশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে কাজ করা। বৃক্ষরোপণ এবং জ্বালানির ব্যবহার কমিয়ে গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে। অন্যথায় এই বিশ্ব অচিরেই ধ্বংসের মুখোমুখি হবে।