ভাষা আন্দোলন নিয়ে উপন্যাস ‘আরেক ফাল্গুন’

পাঠচক্র শেষে এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

স্বাধীনতার পর বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস জহির রায়হানের লেখা ‘আরেক ফাল্গুন’। প্রেক্ষাপট ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করা। মূল চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মুনিম। এ ছাড়া সালমা, রেনু, বানু, নিলা, আসাদ, কবি রসুলসহ আরও অনেকেই রয়েছে। তারা সবাই শিক্ষার্থী। লেখায় ওঠে এসেছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনা ও বীরত্বগাথা।

উপন্যাসটির মাধ্যমে জানানো হলো ফাল্গুনের পর ফাল্গুন যাবে আর দ্বিগুণ হতে থাকবে অধিকার আদায়ের আন্দোলন। বাঙালি যেভাবে তাদের ভাষার অধিকার আদায় করেছে ফাল্গুনের পর ফাল্গুনে; তেমনি নিজেদের স্বাধীনতার জন্য তারা লড়াই করতে জানে।

গত ২৯ ফেব্রুয়ারি সিলেটের এমসি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করে এমসি কলেজ বন্ধুসভা। পরিচালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দেবব্রত সরকার। প্রত্যেক বন্ধুই নিজের ভাষায় উপন্যাসটির আদ্যোপান্ত তুলে ধরেন। বিষয়বস্তু নিয়ে তাপস শীল বলেন, ‘গল্পের মুনিম চরিত্রের মাধ্যমে বাঙালি জাতির ত্যাগ ও সাহসিকতার পরিচয় পাওয়া যায়।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা উত্তম দাস, ফারহানা লিমা, সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, প্রচার সম্পাদক আনিসুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহমেদ হাসান, বন্ধু রাকিব হোসেন, ফারিহা আক্তার, জেরিন নোভা, ঊষাসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা