শিশুদের নিয়ে ড্যাফোডিল বন্ধুসভার পয়লা বৈশাখ উদ্যাপন
পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, নতুন বছরের শুভসূচনা। মানুষ এই দিনে জাতি-ধর্মনির্বিশেষে একত্র হয়ে উদ্যাপন করেন ঐতিহ্য ও সংস্কৃতিকে। মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ আর রঙিন পোশাকে ফুটে ওঠে আনন্দের রং। সেই আনন্দে শামিল হতে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা পয়লা বৈশাখ পালন করেছে ভিন্নভাবে। ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সাইন্স চাইল্ড হোমের শিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নববর্ষের আনন্দ।
দিনের শুরু হয় বৃক্ষরোপণ দিয়ে। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা বিনয় বর্মন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ইশাক মিয়াজি ও ডিআইএসএস চাইল্ড হোমের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন। ডিআইএসএস চাইল্ড হোমের শিশুদের জন্য নানা আয়োজন করেন বন্ধুরা। সকাল ১০টা থেকে শুরু হয় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চকলেট–দৌড়, মোরগলড়াই ও হাডুডু খেলা। ছিল সাংস্কৃতিক পর্ব ও পুরস্কার বিতরণ।
ডিআইএসএস চাইল্ড হোমের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ড্যাফোডিল বন্ধুসভার এমন আয়োজনে খুবই আনন্দিত। সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার ব্যাপারটা বিমোহিত করেছে।
ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা বিনয় বর্মন বলেন, ‘আমাকে যখন বলা হলো এমন একটি অনুষ্ঠান হবে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চলে এলাম এখানে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সভাপতি সাব্বির আহমেদ, সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক জাকিয়া লিমা, সহসভাপতি রাকিবুল হক, ইনসান কবির, সাংগঠনিক সম্পাদক সাদমান হোসেন, অর্থসম্পাদক সাব্বির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক অনিক ভূষণ সাহা, অদ্বিত আল নাফিউ, দপ্তর সম্পাদক পারমিতা নাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মোস্তফা মাহফুজ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রিজভী আমিন, বইমেলা সম্পাদক মানিহা হিমুসহ অন্য বন্ধুরা।
সহসাংগঠনিক সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা