সৈকত আরেফিনের ‘মৃদু ব্যথা হতে পারে’ বই নিয়ে পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

সৈকত আরেফিন রচিত ‘মৃদু ব্যথা হতে পারে’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৯ এপ্রিল বিকেলে জেলা শহরের সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘বইটির নাম “মৃদু ব্যথা হতে পারে” হলেও বইয়ের গল্পগুলো আমাদের একটু বেশিই ব্যথিত করে। গল্পে একটি নারী কিছু মানুষরূপী হিংস পশুদের দ্বারা ধর্ষিত হয়। পরবর্তী সময়ে অন্যত্র তার বিয়ে হলেও আমাদের সমাজের মানুষ সেই নারীর চরিত্র নিয়েই কটূক্তি শুরু করে। পরবর্তী সময়ে সে এসব অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। অন্যান্য গল্পগুলোতেও ফুটে উঠেছে আমাদের সমাজের অব্যবস্থাপনাগুলো, যা সমাজকে এগিয়ে নিতে বাধা হিসেবে কাজ করে।’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, আয়েশ উদ্দীন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, দপ্তর সম্পাদক মেঘলা খাতুন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু আসেফ উৎস, মাহমুদা আক্তার, সাদিয়া কুলসুমসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা