সাহিত্য সংগীত থেকে প্রেরণার যাত্রা

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

কাজী নজরুল ইসলামের নাম শুনলেই বিদ্রোহ-বিদ্রোহ একটা অনুভূতি জাগে। চোখের সামনে ভেসে ওঠে ‘লাথি মেরে দরজা ভাঙার’ দৃশ্যপট। কানে বেজে ওঠে ‘কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট...’। কবির জন্মজয়ন্তী উপলক্ষে ২৬ মে বিকেলে প্রথম আলোর নোয়াখালী অফিসে ‘সাহিত্য সংগীত থেকে প্রেরণার যাত্রা’ শিরোনামে আলোচনা সভা ও পাঠচক্র করেছে নোয়াখালী বন্ধুসভা।

পাঠচক্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বন্ধুরা। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাজকির হোসেন। সাংস্কৃতিক সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা বলেন, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আর রচনাগুলো একজন সাদাসিধে নির্ভেজাল মানুষের মনেও বিদ্রোহ জাগিয়ে তুলতে সক্ষম।

অর্থ সম্পাদক উম্মে ফারহিন রিমু বলেন, ‘কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়েছেন তাঁর “বিদ্রোহী” রচনার জন্য। কিন্তু আমরা তাঁর প্রেমময় রচনার কথা খুব কমই জানি। নজরুল রচিত ৩ হাজার ৫০০ গান রয়েছে; এর মধ্যে অনেকগুলো প্রেমের গানও আছে।’ এ ছাড়া বন্ধুরা কবির রচিত ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতাগুলো নিয়ে আলোচনা করেন।

পরে সভায় সাধারণ সম্পাদক আসিফ আহমেদ পরবর্তী সময়ে অনুষ্ঠেয় বেশ কিছু কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. শিমুল, কার্যনির্বাহী সদস্য ধ্রুব ভূঁইয়া, বন্ধু শিহাব ওমরসহ অন্য বন্ধুরা।