নারায়ণগঞ্জ বন্ধুসভার রঙিন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

কার পাঞ্জাবি কত সুন্দর, সেটাই যেন দেখছে মাদ্রাসা পড়ুয়া এই শিশুশিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে রঙিন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ২৯ মার্চ বেলা ১১টায় শহরের জল্লারপাড় এলাকায় শেখ রাসেল পার্কে এগুলো বিতরণ করেন বন্ধু ও উপদেষ্টারা।

এদিন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় এতিমখানার ১২ শিশু, ২৪ সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের রঙিন জামা এবং ১৫টি দরিদ্র পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। প্রতি প্যাকেট খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, দুই রকম সেমাই, চিনি, দুধ, গরমমসলা ও কিশমিশ।

নারায়ণগঞ্জ বন্ধুসভার রঙিন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
ছবি: বন্ধুসভা

সভাপতি আফরিন সুলতানার পরিচালনায় ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় রঙিন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা রফিউর রাব্বি, ভবানী শংকর রায়, এ বি সিদ্দিক, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক ও সাব্বির আল ফাহাদ। এ ছাড়া বন্ধু মনিকা আক্তার, উজ্জ্বল উচ্ছ্বাস, মিরাজ রেজা, নয়ন আহমেদ, সহসভাপতি গাজী খায়রুজ্জামান, হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মৌন লাকি, অর্থ সম্পাদক ইমরান নাজির, দপ্তর সম্পাদক আবরার জামান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইনুল ইসলাম, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক অর্পিতা হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ছোয়াদ হোসেন, বন্ধু মৃন্ময়, বাঁধন, সুমাইয়া, রাইসাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা