ফাগুনে ‘আরেক ফাল্গুন’ নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

ভাষা আন্দোলনের পরবর্তী পটভূমি নিয়ে রচিত উপন্যাসের মধ্যে অন্যতম বিখ্যাত চলচ্চিত্রকার ও ঔপন্যাসিক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’। একুশে ফেব্রুয়ারি বইটি নিয়ে পাঠচক্র করেছে চট্টগ্রাম বন্ধুসভা।

আলোচক হিসেবে ছিলেন উপদেষ্টা শিহাব জিশান। জহির রায়হান তাঁর লেখার মধ্য দিয়ে ১৯৫৫ সালের একুশে ফেব্রুয়ারি কীভাবে পালিত হয়েছে, তা তুলে ধরেছেন। উপন্যাসের চরিত্রগুলোর যথাযোগ্য ব্যবহারের মধ্য দিয়ে দেখিয়েছেন, সেই সময়ের প্রেম, ভালোবাসা, অভিমান, দেশের পরিস্থিতি, দেশের প্রতি তরুণদের ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কৌশল ইত্যাদি।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রোজা রাখা, কালো পতাকা ওড়ানো, বিল্ডিংয়ের ছাদে গানের আসর, খালি পায়ে হাঁটা—এসব ছিল প্রতিবাদের ভাষা। এ ছাড়া কালো ব্যাচ পরতে না দেওয়ার প্রতিবাদে মেয়েদের কালো শাড়ি পরে প্রতিবাদও ছিল উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি।

আলোচনা শেষে অন্যান্য বন্ধুর কথার প্রসঙ্গ ধরে আলোচনা করা হয় স্বাধীনতা–পূর্ববর্তী ও পরবর্তী একুশে ফেব্রুয়ারি পালনের পার্থক্য নিয়ে। বন্ধু নুরশান নুর বলেন, ‘এত সুন্দর একটি বই আরও আগে পড়ার দরকার ছিল। এতভাবে যে প্রতিবাদ করা যায়, তা জানা ছিল না।’

বন্ধু স্বস্তিকা সেনগুপ্ত বলেন, ‘লেখক জহির রায়হান বাস্তবতাকে অনুভব করতে পারতেন। ফলে তিনি উপন্যাসে ঘটনাগুলোকে বাস্তবতার যৌক্তিক আলোকে বর্ণনা করেছেন, যা হৃদয় ছুঁয়ে গেছে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু ইকবাল হোসেন, আশরাফুল কাদের, আতিয়া ফাইজাহ, নুরশান নূর, স্বস্তিকা সেনগুপ্ত, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা