ঈদের আনন্দ ভাগ করে নিতে পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগ

এক কিশোরীর হাতে তার পরিবারের জন্য ঈদ উপহার তুলে দিচ্ছেন পবিপ্রবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা। কিন্তু সমাজের এমন অনেক মানুষ আছেন, যাদের ঈদের দিনটাও কাটে দুশ্চিন্তায়। তাঁদের মুখে একটু হাসি ফোটাতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

১৫ মার্চ এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বন্ধুরা বলেন, ‘আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছিল তাঁদের ঈদ আনন্দের অংশীদার হওয়া—যাঁরা জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন। ঝালমুড়ি বিক্রেতা এক মা, দিনমজুর, কৃষক—এমন অনেকের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের খাদ্যসামগ্রী, যাতে তাঁদের উৎসবের দিনটুকু হয় একটু আনন্দময়।’

পবিপ্রবি বন্ধুসভার পক্ষ থেকে ঈদ উপহার
ছবি: বন্ধুসভা

বন্ধুরা আরও বলেন, একটি হাসি, একটি তৃপ্তি—এটাই আমাদের আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া যায়। আসুন, সবাই মিলে ভালোবাসা আর সহমর্মিতায় এগিয়ে আসি, গড়ে তুলি সুন্দর একটি সমাজ।