ঝিনাইদহ বন্ধুসভার সহমর্মিতার ঈদ
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে ঝিনাইদহ বন্ধুসভা। এর অংশ হিসেবে ২৭ মার্চ ১২ শিশুকে নতুন পোশাক ও ২০টি অসচ্ছল পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
এর আগে প্রশিক্ষণ সম্পাদক আল মাহমুদ জিহাদের নেতৃত্বে বন্ধুরা ঝিনাইদহ শহর ও আশপাশের এলাকা থেকে শিশু ও পরিবারগুলোর খোঁজ নিয়ে তালিকা তৈরি করেন। এরপর বন্ধু, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অর্থে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।