ভৈরব বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সদস্যদের নিয়ে প্রথম সাংগঠনিক বৈঠক করেছে ভৈরব বন্ধুসভা। ১৮ জানুয়ারি প্রথম আলো ভৈরব অফিসে এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক এরফান হোসেনের সঞ্চালনায় পরিচয় পর্বের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। দাপ্তরিক সম্পাদকদের বক্তব্যে বছরব্যাপী কর্মপরিকল্পনার কথা উঠে আসে। পর্ষদে যুক্ত হওয়া নতুন সম্পাদকদের অনুভূতি জানা যায়। সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বন্ধুদের অংশগ্রহণ ও সক্রিয়তা বাড়ানোর কার্যকর উপায়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং আয়োজনের মূল্যায়ন ও আগামী আয়োজন নিয়েও পরিকল্পনা করা হয়।
উপদেষ্টারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উপদেষ্টা মফিজুল ইসলাম নৈতিকতার বিষয়টিতে গুরুত্বারোপ করে কথা বলেন। উপদেষ্টা সুমাইয়া হামিদের কথায় উঠে আসে ২০০তম পাঠচক্র উদ্যাপন করার কথা। বৈঠকে কর্মশালা, আনন্দভ্রমণসহ নানা বিষয়ে আলাপচারিতা হয়।
বৈঠকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লাসহ কার্যনির্বাহী পর্ষদের ২৭ জনের উপস্থিতি ছিল। সভাপতি জান্নাতুল মিশুর সমাপনী বক্তব্যের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।
প্রচার সম্পাদক, ভৈরব বন্ধুসভা