‘বন্ধুসভায় অনেক কিছু শেখা ও জানার সুযোগ আছে’

প্রথম আলো বন্ধুসভার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ বন্ধুসভার আয়োজন
ছবি: বন্ধুসভা

এসো নতুন-পুরোনো বন্ধুদের মিলনমেলায় আবারও তারুণ্যে জেগে উঠি ২৫-এ। প্রথম আলো বন্ধুসভার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুদের এ যেন ছিল ২৫-এর জয়গান। ১৯ নভেম্বর বিকেলে শহরের কালীবাজারে বন্ধুসভার অফিসে অনুষ্ঠিত হয় রজতজয়ন্তী অনুষ্ঠান।

শুরুতেই বন্ধুরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। পুরোনো বন্ধুরা করেন স্মৃতিচারণা। উপদেষ্টা রথিন চক্রবর্তী বলেন, ‘আমাদের দেশে এমন একটা প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা সমাজের মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে; তারই একটা প্রতিফলন প্রথম আলো বন্ধুসভা। আমরা একটা অবক্ষয় ধারার দিকে এগিয়ে যাচ্ছি। এই অবক্ষয় রোধে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য বন্ধুসভার মতো সংগঠন আমাদের দরকার।’

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী এ বি সিদ্দিক বলেন, ‘যারা বন্ধুসভা করে সবার মধ্যে একটা শিল্প আছে, যোগ্যতা আছে। বন্ধুসভায় অনেক কিছু শেখা ও জানার সুযোগ আছে। যখন আমরা শিখতে পারি, তখন তা ভালো কাজে আয়ত্ত করতে পারি। তাই বন্ধুসভায় যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই। প্রথম আলোর পাশাপাশি বন্ধুসভারও ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।’

এ সময় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি আফরিন সুলতানা, সাব্বির আল ফাহাদ, উজ্জ্বল উচ্ছ্বাস, সাবেক সহসভাপতি শারমিন সুলতানা, ময়মনসিংহ বন্ধুসভার সাবেক সহসভাপতি রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ বন্ধুসভার বর্তমান সভাপতি মনিকা আক্তার, সহসভাপতি মিরাজ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্য বন্ধুরা। সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মৌন লাকী।

আলোচনা পর্ব শেষে বন্ধুদের গান পরিবেশনা, কবিতা আবৃত্তি ও কেক কাটার মধ্য দিয়ে বন্ধুসভার রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, মাইনুল ইসলাম, অর্পিতা হোসেন, আফরিন আহমেদ, আবরার জামান, নিহাল, ফাবিয়া, ইউসুফ কবির, সালমা আক্তার, আল ইমরান প্রমুখ।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা