সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘লার্নিং ল্যাব ২.০’
ছবি: সংগৃহীত

গাজীপুর: কথাসাহিত্যিক আনিসুল হকের বিক্ষোভের দিনগুলিতে প্রেম উপন্যাস নিয়ে ১৫ জুলাই নগরীর প্রজন্ম-একটি মননশীল পাঠাগারে পাঠচক্র করে গাজীপুর বন্ধুসভা। এর আগে ৮ জুলাই অনুষ্ঠিত পাঠচক্রে নির্ধারিত বই ছিল আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত বাংলাসাহিত্যের নির্বাচিত ছোটগল্প (প্রথম খণ্ড)।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয় সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘লার্নিং ল্যাব ২.০’। ৭ জুলাই অনলাইন গুগল মিটে আয়োজিত এ কর্মশালার বিষয়বস্তু ছিল ‘কমিউনিকেশন হ্যাকস’। প্রশিক্ষক হিসেবে ছিলেন টেন মিনিট স্কুলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারহান সাকিব।

ফেনী বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

নোয়াখালী: ১৫ জুলাই বিকেলে জেলা শহীদ মিনারে ‘এ তীর্থে আসবে যদি...’ শিরোনামে কবি আল মাহমুদ ও তাঁর সনেটজাতীয় কাব্য সোনালী কাবিন নিয়ে চলতি বছরের ১৪তম পাঠচক্র করে নোয়াখালী বন্ধুসভা।

ঝালকাঠি: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মজীবনী নিয়ে ১৪ জুলাই বিকেলে ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত হয় জেলা শহরের স্মৃতিস্তম্ভ চত্বরে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত হয় ১৮ জুলাই।

ফেনী: প্রথম আলোর ফেনী অফিসে ১৫ জুলাই বিকেলে খেতাবপ্রাপ্ত ফেনীর ৩১ বীর মুক্তিযোদ্ধা বইটি নিয়ে পাঠচক্র করেন বন্ধুসভার বন্ধুরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

সিলেট: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাস নিয়ে ১৪ জুলাই সিলেট বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত হয়। এর আগে ৭ জুলাই একই লেখকের দেনাপাওনা উপন্যাস নিয়ে পাঠের আসর করেন বন্ধুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অনলাইন জুম অ্যাপের মাধ্যমে ১৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এ বছরের সপ্তম পাঠচক্রের বিষয় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠকনন্দিত উপন্যাস শেষের কবিতা।

দিনাজপুর: ১১ জুলাই প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজুর লেখা আমান পাগলার টাকা কড়ি বই নিয়ে পাঠচক্র করে দিনাজপুর বন্ধুসভা।