ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

শিল্পী ইমদাদ হোসেনের সমাধির পাশে দাঁড়িয়ে বন্ধুদের মোনাজাত
ছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। পাশাপাশি ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বন্ধুদের নিয়ে শিল্পী ইমদাদ হোসেনের জীবন আদর্শ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুর কাচা এলাকায় ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের নিজ বাড়িতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও পাঠচক্র অনুষ্ঠিত হয়। জাতীর এই বীর সন্তানের সান্নিধ্যে থেকেছিলেন প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন। তিনি শহীদের আদর্শ ও তাঁর জীবনচিত্র তুলে ধরে স্মৃতিচারণা করেন।

বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ছাত্রজীবনের বেশির ভাগ সময় প্রয়াত ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেনের সঙ্গে কাটিয়েছি। তিনি আমাদের কেরানীগঞ্জের গর্ব। কেরানীগঞ্জের মানুষদের নিয়ে সব সময় ভাবতেন। ’৭১-এ গণহত্যায় শহীদদের স্মরণে কেরানীগঞ্জে নির্মিত স্মৃতিস্তম্ভের নকশা তিনি প্রণয়ন করেছিলেন। এ ছাড়া শিক্ষা ও মানুষের ভাগ্য উন্নয়নেও অসামান্য অবদান রেখে গেছেন।’

সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
ছবি: বন্ধুসভা

শিল্পী ইমদাদ হোসেনের ছেলে নাসিম হোসেন বলেন, ‘আমার বাবা সাদামাটা জীবন যাপন করতেন। মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠিত করার জন্য তিনি জীবন বাজি রেখে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জের মানুষের সুখ-দুঃখে বাবা পাশে দাঁড়াতেন। আমৃত্যু মানুষের মঙ্গল কামনা করেছেন।’ বক্তব্যের একপর্যায়ে তিনি কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্দেশে বলেন, ‘আপনারা আমার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। সে জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

পাঠচক্রে কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি মোহাম্মদ রুবেল বলেন, ‘একুশে ফেব্রুয়ারি হলো বাঙালি জাতির পরিচয় চিহ্ন। একুশ মানে মাথা নত না করা। আমার কাছে একুশ মানেই বুকভরা পবিত্র নিশ্বাস, মাতৃভাষায় গর্বিত স্লোগান “বাংলা আমার মা”, বাংলা আমার হৃদয়ের স্পন্দন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের কার্যকরী সদস্য সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রিয়াজ আহম্মেদ, সাধারণ সম্পাদক মামুন হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিউল্লাহ ভূঁইয়া, অর্থ সম্পাদক শামসুন্নাহার শিরীন, দপ্তর সম্পাদক আনাস আহমেদ ও কার্যকরী সদস্য তাসনিম খান প্রমুখ।