‘১৯৪৭ থেকে ১৯৫২: একুশের হয়ে ওঠার গল্প’ নিয়ে পাঠচক্র

দিনাজপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

ভাষাসৈনিক আবদুল মতিনের লেখা ‘একুশের পটভূমি একুশের স্মৃতি’ বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ  ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয় প্রথম আলো পত্রিকার ৫ নম্বর পাতায়। ভাষাশহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি সেই লেখা নিয়ে পাঠচক্র করেছে দিনাজপুর বন্ধুসভা। প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

‘১৯৪৭ থেকে ১৯৫২: একুশের হয়ে ওঠার গল্প’ শিরোনামের লেখাটিতে প্রকাশ পায় একজন ভাষাসৈনিকের দেশপ্রেম, অরাজনৈতিক মনোভাব, দেশের জন্য আত্মত্যাগী মনোভাব ও উদারতা। একজন ভাষাসৈনিক মাতৃভাষা রক্ষার যে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে একক নেতৃত্বের মাধ্যমে ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে কাজ করেছেন, যা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘১৯৪৭ থেকে ১৯৫২: একুশের হয়ে ওঠা’র গল্পে।

এ ছাড়া আছে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠনের ইতিহাস, যা পরিপূর্ণ রূপে অজানা এক অধ্যায় আমাদের সামনে নিয়ে আসে। ভাষাসৈনিক আবদুল মতিনের লেখাটিতে লেখকের দেশপ্রেমের অপরূপ মহিমার বহিঃপ্রকাশ পায়। তিনি কখনো প্রতিকূল পরিবেশে দমে যাননি, বরং বাংলা ভাষার জন্য কাজ করে গেছেন আপন মহিমায়। অক্লান্ত পরিশ্রম করেন অনেকটা পথ প্রায় একাকী। পরবর্তী সময়ে লেখকের সঙ্গে দলমত–নির্বিশেষে যুক্ত হন সাধারণ ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ফলে ভাষা আন্দোলন ব্যাপক আকারে বিস্তৃতি লাভ করে।

একুশের অমর চেতনায় রক্তে রঞ্জিত হয়ে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে। তাঁরা চিরকাল বেঁচে থাকবেন ভাষা আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিতে। ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠা নয়, বরং একটি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদার সংগ্রাম। একুশের শহীদ দিবস আজও আমাদের কাছে সেই আত্মত্যাগের প্রতীক।

দিনাজপুর বন্ধুসভার পাঠের আসর

সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘আমাদের প্রত্যেকের জ্ঞানের পরিধি বিকশিত করতে হলে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধবিষয়ক বই বেশি করে পড়তে হবে। একজন দেশপ্রেমী হিসেবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সম্পর্কে জ্ঞান লাভের কোনো বিকল্প নেই।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, বইমেলা সম্পাদক কৃষ্ণপদ বর্মন, প্রশিক্ষণ সম্পাদক বিরোশ রায়, সাংস্কৃতিক সম্পাদক জুঁই আফরোজ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য জাহিন নেওয়াজ, রাকিব সরকার, প্রাপ্তি রায়, লিটন রায়সহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা