সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’ নিয়ে পাঠচক্র করেছে খুলনা বন্ধুসভা। গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাঃ রহমাতুল্লাহ।
বইটি নিয়ে আলোচনা করেন অর্থ সম্পাদক ইমন মিয়া ও পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার। জুঁই আক্তার বলেন, একজন মায়ের কাছে সন্তানের চেয়ে যে দেশ বড়, সেটিই ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে।
সভাপতি কাজী মাসুদুল আলম ও সহসভাপতি অমিত সরদারের কথার মাধ্যমে উঠে আসে নিজেকে জানা ও জ্ঞানের পরিসর বাড়াতে বই পড়ার কোনো বিকল্প নেই। ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে মুক্তিযুদ্ধে একজন মমতাময়ী মায়ের আত্মত্যাগ ও দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেন লেখক। সন্তানের রক্তে মাটি ভিজেছে বুড়ির। বিসর্জন দেয় গর্ভজাত আদরের সন্তান রইসকে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোর্তজা আহমেদ, সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ, সাধারণ সম্পাদক আসফিক আহমেদ সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকারসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা