সহমর্মিতার ঈদ—বন্ধুসভার একটি উদ্যোগ

সুবিধাবঞ্চিতদের জন্য বন্ধুসভার ঈদ উপহার ২০২৪অলংকরণ: আরাফাত করিম

ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা গত বছরগুলোর মতো এবারও ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম রমজান থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৭ রমজান পর্যন্ত। এর আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা উপহার দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের জন্য খাদ্যসহায়তা করা হবে। দেশ ও দেশের বাইরের ১৪০টি বন্ধুসভার বন্ধুদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।

যে কেউ বা যেকোনো প্রতিষ্ঠান বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে যুক্ত হতে পারবেন। এ ক্ষেত্রে যোগাযোগ করুন স্থানীয় বন্ধুসভার সঙ্গে অথবা এই নম্বরে ০১৯৫৫৫৫২০৮৮। পুরো কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ।

সুবিধাবঞ্চিতদের জন্য বন্ধুসভার ঈদ উপহার ২০২৪

এ ছাড়া বিভাগীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন জাতীয় পর্ষদের পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা আলম জ্যোতি, জেন্ডার–সমতাবিষয়ক সাইমুম মৌসুমী বৃষ্টি, প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহিদ ফেরদৌস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়মন চৌধুরী, বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক খায়রুন্নাহার খেয়া, কার্যনির্বাহী সদস্য নাফিউর নুর, আলাদিন আল আসাদ ও আসিফ খান।

১১ মার্চ অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক।

সহমর্মিতার ঈদ কর্মসূচি সম্পূর্ণ বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টাদের আর্থিক সহযোগিতায় হবে। এর বাইরে শুভাকাঙ্ক্ষী অথবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করলে সেগুলো বন্ধুরা সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেবেন।

নিয়মাবলি:
পরিবারপ্রতি ন্যূনতম ৫০০ টাকার খাদ্যসহায়তা দিতে হবে।
প্রতিটি বন্ধুসভাকে অন্তত ৫টি পরিবারকে খাদ্যসহায়তা করতে হবে।
প্রথম রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।
ঈদের তৃতীয় দিনের মধ্যে কাজের আপডেট গুগল ফরমে পূরণ করে পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে গুগল ফরম উপদেষ্টা পূরণ করে পাঠাবেন।
জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম আলোর প্রতিনিধি গুগল ফরম পূরণ করে পাঠাবেন। অথবা প্রতিনিধির অনুমতিক্রমে নির্দিষ্ট বন্ধুসভার সভাপতি বা সাধারণ সম্পাদক গুগল ফরম পূরণ করে পাঠাবেন।