হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোর এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ‘জেগেছে বাংলাদেশ’ যেন বর্তমান বাংলাদেশেরই প্রতিচ্ছবি। এই স্লোগানে দেশজুড়ে পালিত হচ্ছে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ৮ নভেম্বর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে একঝাঁক শিশু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও স্থানীয় মানুষকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে হাবিপ্রবি বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি রিজুয়ানুল হক।
হাবিপ্রবির ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক তাঁর বক্তব্যে বৈষম্যবিরোধী আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণ করেন। পাশাপাশি প্রথম আলোর ২৬ বছরের সাহসী পথচলাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাবিপ্রবি বন্ধুসভার সাবেক দুই সভাপতি আশরাফুল ইসলাম ও নাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রেয়ানা আক্তার।
এর আগে ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে হাবিপ্রবি বন্ধুসভা। এদিন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপস্থিত শিশুদের শিক্ষাসামগ্রী ও খাবার উপহার দেওয়া হয়।
সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা